"বাবা জানো....আমাদের একটি ময়না পাখি আছেনা...সে আজ আমার নাম ধরে ডেকেছে..."<br /><br />গ্রামীন ফোনের সেই বিজ্ঞাপনের ছোট্ট শিশু দিঘীর কথা মনে আছে? সে আজ বড় হয়ে গেছে.... দেখুন সেই মিষ্টি মেয়ে দিঘীর লাইভ ইন্টারভিউ।<br /><br />দিঘী বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। তার বাবা সুব্রত বড়ুয়া চলচ্চিত্র অভিনেতা এবং মা দোযেল চলচ্চিত্র নায়িকা। চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীনফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দিঘী। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ দিঘী অভিনীত প্রথম চলচ্চিত্র।<br /><br />নাম: দিঘী<br />জন্ম: ৯ সেপ্টেম্বর, ২০০০ ঢাকা<br />পেশা: অভিনয়<br />কার্যকাল: ২০০৬-২০১২<br />যে জন্য পরিচিত: চলচ্চিত্রের শিশু অভিনেত্রী<br /><br />উল্লেখযোগ্য চলচ্চিত্র<br />-------------------------------<br />লীলা মন্থন (২০১৫)<br />দ্যা স্পিড (২০১২)<br />রিকসাওয়ালার ছেলে (২০১০)<br />অবুঝ শিশু (২০০৮)<br />এক টাকার বউ (২০০৮)<br />বাবা আমার বাবা (২০০৮)<br />সাজঘর (২০০৭)<br />চাচ্চু (২০০৬)<br />দাদীমা (২০০৬)<br />কাবুলিওয়ালা (২০০৬)